Motivational story can change your life
এখানে উল্লেখ করতে যাচ্ছি যে শিক্ষণীয় গল্প তা বিশেষ ভাবে ছাত্র জীবনে সময়ের মূল্য যে অপরিসীম গুরুত্বপূর্ণ তা প্রমাণীত হয়। This blog is about success story for student and is also a best motivational story for life in Bengali (bangla)
![]() |
Success story about life |
Photo by Andrea Piacquadio from pixels.com
অনুপ্রেরণামূলক গল্প (Motivational story)– সুদিপ্ত এবং পূজা শৈশব থেকে
খুব ভালো বন্ধু । একই স্কুলে পড়াশোনা , গ্রামের
স্কুল, বয়স প্রায় একই । সুদিপ্ত পূজা থেকে এক বছরের বড় । দুই জনই পড়াশুনায় খুব ভালো । তবে সুদিপ্ত পুজা থেকে মেধাবী । পাশা
পাশি বাড়ী (home) | দু জনেরই স্বপ্ন জীবনে
সফল হওয়ার এবং উচ্চ বিলাসী । জীবন চলতে থাকে। সুদিপ্ত ও পুজা পাঠশালা (primary school) পাস করে high school এ
ভর্তি হয় । High school গ্রাম থেকে প্রায় 5 km দূরে । প্রতিদিন পায়ে হেটে
স্কুলে যাওয়া এবং স্কুল শেষে বাড়ী ফেরা । দুই
জনই একসাথে চলাফেরা । জীবনের বিভিন্ন সময় বিভিন্ন গল্প একই স্বপ্ন যেন তাদের জীবনের
এক নতুন অনুভুতি জন্ম নেয় । বয়স বাড়তে থাকে । সুদিপ্ত ও পুজা
যৌবনে পদার্পণ করে । হাই স্কুল পর কলেজ । দুজনেরই মার্ক ভালো । প্রথম ডিবিশন
। কলেজে নতুন পদার্পণ যেন দুজনের জীবনে এক
নতুন ছোঁয়া আশা আকাঙ্কা নিয়ে আসে । কখন যে ভালো বন্ধু থেকে সেই relation ভালবাসাতে
পরিনীত হয় কেউই ভাবতে পারেনি । অজানা এক অনুভুতি জন্ম নেয় কেউ কাউকে ছাড়া থাকে পারে
না । অজানা এক উদাসীনতা যেন সবকিছু কেড়ে নিতে
চায়।
সময় চলতে থাকে । সময় কারও জন্য অপেক্ষা করে না । নদীর স্রোতের মত প্রবাহ মান
।কিছুদিন পর দুজনই ইঞ্জিনারিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। কিন্তু আর এক কলেজ নয় ।
আলাদা কলেজ , আলাদা শহর । বাসা থেকে প্রায় দুদিনের ট্রেনের রাস্তা ।সুদিপ্ত ও পুজা
র জীবনে যেন আকাশ ভেঙ্গে পড়ল । কিছু করার অবকাশ নেই। পড়তে তো হবে। নিয়তিকে মেনে নিতে
হয়। দুজনই ইঞ্জিনারিং কলেজে ভর্তি হল । এতদিন
দুজনের জীবন একই ভাবে চলছিল কিন্তু ইঞ্জিনারিং
কলেজে ভর্তি হওয়ার পর সবকিছু পরিবর্তন হতে
শুরু হল । সুদিপ্ত পেয়ে গেল শহরে থাকা ধনী বন্ধু দের সঙ্গ । উচ্চ বিলাশী lifestyle
, আড্ডা,পার্টি, মুভি দেখা যেন নিত্য সঙ্গী । আজ আর পুজার কথাও মন থেকে দূরে সরতে শুরু
করল। আজ আর সুদিপ্তর গ্রামের মেয়ে ভালো লাগে না । পুজার প্রতি গুরুত্ব নেই । পড়াশোনা
নেই বললে চলে ।
সন্ধ্যা গড়িয়ে রাত ৮টা । নীল আকাশ, জ্যোৎস্না রাত্র। পুজা সুদিপ্ত কে ফোন করে বলল , সুদিপ্ত জানতে পারলাম তুমি নাকি পড়াশোনা কর না । শুধু বন্ধু দের সঙ্গে আড্ডা দিয়ে থাক । সত্যি নাকি ? সুদিপ্ত উত্তরে বলল পুজা তুমি বুঝবে না। জীবন দুদিনের । লাইফ enjoy করার এখনই সময় । Enjoy এখন না করলে কি বুড়ো বয়সে করবে ? পুজা যেন কিছু বলতে যাচ্ছিল , সুদিপ্ত পুজাকে থামিয়ে বলল তোমরা গ্রামের মেয়েদের একই সমস্যা , তোমাদের মন ছোট। এখন আমি পার্টিতে যাচ্ছি, পরে ফোন করবে বলে সুদিপ্ত পুজার ফোন কেটে দিল। পুজা নিজেকে অনেক কষ্টে সংযত করে নিয়ে থমকে গিয়ে মাটিতে বসে পড়ল । নিজেকে অনেক অসহায় মনে হল আর ভাবলো মানুষ কি এভাবে বদলে যেতে পারে ?
এখানে উল্লেখ করা যেতে পারে ডাঃ আব্দুল কালামের success quotes for life
![]() |
Success Quotes for student |
যাহোক আস্তে আস্তে সুদিপ্ত
ও পুজার সম্পর্ক আর থাকলো না । সুদিপ্ত শহরের বন্ধুদের পেয়ে পুজাকে
ভুলে গেল । পুজার জীবন আগুনে জ্বলতে শুরু হল । পুজা যেন পড়াশোনার প্রতি আরও নিজেকে
ধাবিত করল। দেখতে দেখতে চার বৎসর কেটে গেল । ইঞ্জিনারিং এর ফাইনাল পরীক্ষা হল । রেজাল্ট
বের হল । পুজা ইঞ্জিনারিং পরীক্ষায় প্রথম বিভাগে
পাশ করল । আর এদিকে সুদিপ্ত ফেল করল । হঠাৎ
সুদিপ্তর পিতা মারা গেলেন । সুদিপ্ত গ্রামে
চলে আসল । জমি জমা নেই , সব নষ্ট হয়ে গেছে । সুদিপ্তকে পড়াতে গিয়ে বাবা সব বিক্রি করে
ফেলেছেন। ঘরে টাকা নেই , মা ও দুই বোন । পরিবারের খরচ চালানো সুদিপ্তর উপর থেকেচে। সুদিপ্ত কোন রাস্তা না পেয়ে
আজ গ্রাম থেকে শহরে গিয়ে একটি বেসরকারি কোম্পানিতে নিচু পদে কর্মরত । সামান্য বেতন
। অনেক অভাবের সংসার । কোনভাবে সংসারের খরচ চালানো মুশকিল হয়ে উঠেছে। আজ আর বন্ধু বান্ধব
নেই, নেই পার্টি। সুদিপ্ত আজ বুঝতে পারছে সময়ের মূল্য সঠিক সময়ে না দেওয়ার ফল আজ তাকে
ভুগতে হচ্ছে।
আর এদিকে দেখতে দেখতে তাদের জীবনযাপন সম্পূর্ণ বদলে গেল। পুজা একটি ভালো কোম্পানিতে উচ্চ পদে চাকরি পেয়ে যায় । বেতন অনেক ভাল, সুযোগ সুবিধা অনেক বেশি । কোম্পানি গাড়ী দিয়েছে, বাংলো দিয়েছে আছে বৎসরে ভ্রমনের সুবিধা । আজ পূজার কাছে সবকিছুই আছে, খুশিতে দিন কাটছে । বন্ধুদের সাথে আড্ডা দিতে পারছে , প্রচুর টাকা , কোন অভাব নেই । আজ গ্রামেও পুজার ভালো সম্মান আছে । এভাবে দুবৎসর কেতে গেল । পূজার বিয়ের প্রস্তাব আসলো এক এস্টাব্লিস পরিবার থেকে। পেশায় ডাক্তার । পুজাও রাজী হয়ে গেল । পরিবারের সবাই খুশি । পুজার বিয়ে ডাক্তারের সাথে হয়ে যায় । দাম্পত্য জীবন অনেক সুখের এবং lifestyle বদলে যায় ।
![]() |
Life quotes |
Conclution – ছাত্র জীবনে সময়ের মূল্য অপিরিসীম । সঠিক সময়ে সঠিক ভাবে সময়ের মূল্য না দিলে এর ফলাফল সারা জীবন ভোগ করতে
হবে যেমন সুদিপ্ত র জীবনে ঘঠেছে । এই প্রকার
Motivational
story থেকে জীবন বদলে যেতে
পারে যদি আপনি এর সঠিক মুল্য বোধ উপলব্ধি করতে পারেন । This is the life changing
motivational story and is also a success story for student about life.