কিভাবে ওজন কমাতে পারেন পানীয় জল খেয়ে ? Benefits of drink in bangla | #wt lose

জলের অন্য নাম জীবন | জল ছাড়া মানুষ বাঁচতে পারে না জল শরীরের জন্য অপরিহার্য জলের উপরিকারিতা পেতে প্রতিদিন নিয়ম মেনে পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে জল শরীরে জমা থাকা চর্বি ঝরাতে অনেক কার্যকারী ভূমিকা পালন করে । ওজন কমাতে শরীর চর্চা অপরিহার্য সাথে পরিমিত খাদ্যাঅভ্যাস জরুরী ।

How to Weight loss by drink ?
Weight Loss by drink

এখানে আলচ্য বিষয় - weight loss by drink, green tree for 
weight loss,joler upokarita,কখন জল খাবেন? 
green tee for lose fat in Bengali / bangla
Height and weight ratio for man and women -
পুরুষ এবং মহিলার ক্ষেত্রে উচ্চতা অনুযায়ী ওজন অনুপাত নিম্নরুপ –
Height                  Male  wt                 Female wt

4’7” (140.0 cm )

68-84 lb (30.8-38.1 kg )

68-83 lb (30.8-37.6 kg)

4’8” (142.5 cm)

74-90 lb (33.5-40.8 kg)

72-88 lb (32.6-39.9 kg)

4’9” (145.0 cm )

79-97 lb (35.8-43.9kg)

77-94 lb (34.9-42.6 kg)

4’10”(147.5 cm)

85-103 lb (38.5-46.7 kg)

81-99 lb (36.4-44.9 kg)

4’11”(150.0 cm)

90-110 lb (40.8-49.9 kg)

86-105 lb(39- 47.6 kg)

5’ (152.5 cm)

95-117 lb (43.1-53 kg)

90-110 lb (40.8- 49.9 kg)

5’1”(155 cm)

101-123 lb (45.8-55.8kg)

95-116lb (43.1-52.6 kg)

5’2”(157.50 cm)

106-130 lb (48.1-58.9kg)

99-121 lb (44.9-54.9kg)

5’3”(160.0 cm)

112-136 lb (50.8-61.6 kg)

104-127 lb(47.2-57.6kg)

5’4”(162.5 cm)

117-143 lb (53-64.8 kg)

108-132 lb (49-59.9 kg)

5’5”(165 cm)

122-150 lb (55.3-68kg)

113-138 lb (51.2-62.6kg)

5’6”(167.5 cm)

128-156 lb (58.0-70.7kg)

117-143 lb (53.0-64.8 kg)

5’7”(170.0 cm)

133-163 lb (60.3-73.9kg)

122-149 lb (55.3-67.6 kg)

5’8”(172.5 cm)

139-169 lb (63-76.6 kg)

126-154 lb(57.1-69.8 kg)

5’9”(175.0 cm)

144-176 lb (65.3-79.8 kg)

131-160 lb(59.4-72.6kg)

5’10”(177.5 cm)

149-183lb (67.6-83 kg)

135-165 lb (61.2-74.8 kg)

5’11”(180 cm)

155-189 lb (70.3-85.7kg)

140-171 lb (63.5-77.5 kg)

6’ (182.5 cm)

160-196 lb (72.6-88.9 kg)

144-176 lb(65.3-79.8 kg)

ওজন কমাতে প্রতিদিন জল পান করুনএকজন সুস্থ মানুষ প্রতিদিন গড়ে 2-3 লিটার  জল খাওয়া দরকার প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল শরীরে জমে থাকা চর্বি (wt lose)নষ্ট করতে সাহায্য করে । জল শরীরের ওজন নিয়ন্ত্রন রাখে এবং দেহের সৌন্দয্য বর্ধিত করে ।  নানা প্রকার  অসুখ থেকে মুক্ত রাখে । কিডনি সমস্যা, থাইরয়েড, হ্রদ রোগ এবং গ্যাস অম্বল জাতীয় সমস্যার অন্যতম কার্যকরী উপাদান হল প্রতিদিন নিয়মিত পরিমাণ জল পান করা । জল হতে হবে বিশুদ্ধ ।  আপনারা জল ফুটিয়ে ঠাণ্ডা করে খেতে পারেন  অথবা জল ফিল্টার করে খেতে পারেন । TDS meter ব্যবহার করে জলের বিশুদ্ধতা জানা যায় 

এখন প্রশ্ন আসছে – when will you drink water? How to drink water? And how much drink water?

কখন জল খাবেন ?

প্রতিদিন খালিপেটে মোট ২/৩ গ্লাস উষ্ণ গরম জল সকালবেলা খাবেন । জল সাধারণত ভাত বা অন্য কিছু খাওয়ার অন্তত 1/2 hour পূর্বে খাবেন এবং ভাত বা অন্য কিছু খাওয়ার অন্তত 1/2 hour পরে খাবেন । একসঙ্গে ২/৩ লিটার জল খাবেন না । যাদের গ্যাস বা খাদ্য হজমে problem হয় তাহারা উষ্ণ গরম জল খেলে অনেক উপকার পাবেন ।

গ্রীন টি / Green Tee for weight loss – প্রতিদিন সকালবেলা ১ কাপ গ্রীন টি খান । এতে ক্যা ঠে টিন নামক অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যাহা বিপাক ক্ষমতা বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে । শরীরের চর্বি ঝরাতে ক্যাফিন একটি প্রয়োজনীয় উপাদান যা গ্রীন টিতে পাওয়া যায় । এজন্য Green Tee নিয়মিত weight loss করতে খেতে পারেন ।

দারচিনি খেতে পারেন কফির সাথে – যারা প্রতিদিন কফি খেয়ে থাকেন, তাহারা কফির সাথে দারচিনি mix করে খেতে পারেন । দারচিনিতে অ্যান্টি ইনফ্লেমটরি এবং অ্যান্টি ব্যোক্টরিয়াল উপাদান থাকে । এছাড়া ও প্রতি চামচ দারচিনিতে ১.৬ গ্রাম ফাইভার থাকে যা মেদ ঝরাতে (decrease belly fat) কার্যকরী । দারচিনি রক্তে থাকা শর্করার মাত্রা নিয়ন্ত্রন রাখে এবং শরীরের ওজন কমাতে সাহায্য করে ।

Benefits of water – আমাদের শরীরের ওজনের প্রায় ৭০ ভাগই জল । শরীরের প্রত্যেক Cell, tissue and organ সঠিক ভাবে কর্মক্ষম থাকার জন্য জলের গুরুত্ব অপরিসীম । ঘাম ও urine দ্বারা শরীর থেকে জলের পরিমাণ বের হয়ে আসে এবং তা পূর্ন করতে আমাদের প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন । পর্যাপ্ত জল পান না করলে dehydration দেখা দেয় । জল শরীরের temperature normal রাখতে সাহায্য করে এবং Sensitive tissue গুলোকে সুরক্ষা প্রদান করে । জল skin এর অনেক উপকার করে ।

How much water do you need to drink everyday

 National Academy of Science, usa এর মতে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের প্রতিদিন গড়ে 3.7 L জলের প্রয়োজন এবং একজন প্রাপ্ত বয়স্ক মহিলার প্রতিদিন গড়ে 2.7 L জলের প্রয়োজন ।

তবে একজন মানুষ কমপক্ষে ৮ গ্লাস জল প্রতিদিন খাওয়া উচিত । তুমি অবশ্যই নিজের কাজ কর্মের উপর জলের পরিমাণ কিছু কম বা বেশি করতে পার বলে মনে করি ।

১। যদি তুমি কোন activity বা   Exercise করে থাক তাহলে শরীর থেকে ঘাম (sweat) বের হবে , তাই তোমাকে কিছু বেশি পরিমাণ জল খেতে হবে ।

২। যদি কখন ও weather খুব বেশী গরম থাকে বা শুষ্ক থাকে তবে তোমাকে অবশ্য বেশি পরিমাণ জল খেতে হবে ।

৩। pregnancy or breast feeding  মহিলার ক্ষেত্রে কিছু জল বেশি প্রয়োজন হতে পারে । সেক্ষেত্রে জল বেশি খাওয়া দরকার । তবে একসঙ্গে ৩-৪ লি জল খাওয়া উচিত নয়। জল আস্তে আস্তে খেতে হয় । speed এ জল খাওয়া শরীরের পক্ষে অপকারী এবং প্রচুর জল kidney এর উপর চাপ পড়তে পারে।

৪। কষ্টি কাঠিন্য – আপনি নিয়মিত জল পান করেন তবে constipation থেকে মুক্তি পেতে পারেন।

৫। Urinary Infection- জল কম খওয়ার কারণে urinary infection হতে পারে । urinary tract and bladder problem জল থেকে দূর হয়।

৬। study থেকে জানা যায় প্রচুর পরিমাণ জল পান করলে kidney stone এর   risk অনেক টাই কমে যায়।

Summary- তোমাকে healthy থাকতে হলে accurate কতটুকু জলের প্রয়োজন তা বিভিন্ন factor এর উপর নির্ভর করে যেমন আপনার সাস্থ, কাজকর্ম এবং পরিবেশ (weather)। একজন সুস্থ মানুষ গড়ে অন্তত ৮ গ্লাস জল খাওয়া প্রয়োজন। এতে অনেক health প্রবলেম দূর হয় যেমন constipation, urinary and bladder infection, kidney stone and skin dehydration.

আরও পড়ুন -

গরম জল খাওয়ার উপকারিতা কি কি ?

খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা কি কি ?

Disclaimer- The content provide in the blog site is generic information only. It is no way a substitute of medical opinion. To learn more please consult specialist or doctor. But we try to collect the information from most authentic sources.