এসি কেনার আগে যেসব বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে

অস্বস্তিকর গরমে  সবার অবস্থাই একইরকম এই গরম থেকে রক্ষা পেতে এসি একমাত্র ভরসা। যা খুব সহজে আপনার রুমের temperature কমিয়ে আপনার প্রয়োজনীয় বা সেট করা তাপমাত্রায় নিয়ে আসে। AC বা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র যা নাকি আজকাল প্রায় প্রত্যেক ধনী মানুষই ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছেন। আজ আর ফ্যানের বাতাস খুব মন জোড়ায় না। এক মুহুত্র এসি না থাকলে বা নষ্ট হয়ে গেলে জীবন যেন থেমে গেছে মনে হয়। তাই এসি হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় যন্ত্র এছাড়াও তা ঘরের সোভা বাড়াতে কম ভূমিকা পালন করে না।

AC কেনার পূর্বে এসব কিছু অবশ্যই জানুন । বিদ্যুৎ বিল কমানোর উপায় । কোন এসি কিনবেন ।


বর্তমান যোগের প্রায় সভাই যাদের কেনার সামর্থ্য আছে তাহারা AC কিনতে আগ্রহী আথবা অনেকে কেনার কথা ভাবছেন। এসি কেনার পূর্বে আপনাকে অবশ্যই জানতে হবে কিছু কিছু দিক যা আপনাকে সঠিক এসি নির্ণয়ে সাহায্য করবে। এটি সাধারণত রুমের মাপ অনুযায়ী কিনতে হয় এবং এসি টন অনুযায়ী থাকে আপনার রুমের পরিমাপ অনুযায়ী এসি সিলেক্ট করতে হয়। তা না জেনে কিনলে আপনার অনেক টাকা অপচয় হতে পারে অথবা এটা সঠিক ভাবে কাজ করতে না পারে। জেনে নেই এসব কিছু তথ্য যা অতি দরকার।

Different types of AC | কোন এসি কিনবেন

বাজারে বিভিন্ন রকমের এসি দেখতে পাওয়া জায়। যেমন – window AC, Split AC, Central AC ইত্যাদি। তবে আপনার বাসার রুমের জন্য Split AC সবচেয়ে উপযুক্ত হবে বলে মনে করি। আমি এই ব্লগে স্প্লিট এসি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। Split AC বাসার রুমের জন্য সবচেয়ে জনপ্রিয় সুন্দর দেখায়। উপরের চিত্র টি Split AC ঘরের জানালাতে যে এসি  বসানো দেখা যায় তা window AC আর Central AC সাধারণত বড় শপিং মল ব্যবহার করা হয়।

 

কত টনের এসি কিনতে হবে ?

ঘরের বা রুমের মাপ অনুযায়ী সিলেক্ট করতে হবে কত টনের এসি লাগবে। প্রয়োজনের কম টনের এসি  রুমে সেট করলে তা সঠিক ভাবে রুমকে ঠাণ্ডা করতে পারবে না বা ঠাণ্ডা করতে অধিক সময় নেবে এতে মেশিনটির উপর অধিক চাপ পড়বে। মেশিনটি সহজে নষ্ট হয়ে যাবে। এছাড়াও প্রয়োজনের বেশি টনের এসি  রুমে সেট করলে অতি অল্প সময়ে রুম অধিক ঠাণ্ডা হয়ে যাবে এবং বিদ্যুৎ খরচ বেশি হবে অন্য দিকে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র টির মুল্য অধিক হবে এবং বার্ষিক maintenance খরচ অধিক হবে। তাই রুমের মাপ অনুযায়ী সঠিক ভাবে সিলেক্ট করা অত্যন্ত দরকারী।

বিশেষজ্ঞদের মতে ১৪০ বর্গফুট (140 sq foot) বা তার কম মাপের জন্য এক টনের এসি লাগাতে পারেন। রুমের মাপ (140 – 196 ) বর্গফুট বা sq foot হলে দেড় টনের এসি কিনতে হবে। 196 বর্গফুট থেকে বড় রুমের জন্য দুই টনের  লাগাতে হবে।  তবে মনে রাখতে হবে আপনি যে রুমে এসি লাগাবেন তা যদি টপ ফ্লোর বা অধিক সূর্যের তাপ পড়ে এমন রুম হয়, তবে একটু বেশি ক্ষমতা সম্পর্ণ Air Conditioner লাগাতে হবে কারণ এসব রুম তুলনা মূলক ভাবে অধিক গরম থাকে।

Air Conditioner চালাতে বিদ্যুৎ খরচ কত হবে।

কোন এসির বিদ্যুৎ খরচ কেমন হবে তা বুঝতে হলে এসির বডিতে লাগানো স্টিকারে থাকা স্টার (তারা) দেখে বুঝা জায়। Buro of energy efficiency পক্ষ থেকে এই star rating দেওয়া হয়। পাঁচ স্টার যুক্ত শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র সবচেয়ে কম বিদ্যুৎ খরচ করে চলতে পারে। তবে সাধারণত পাঁচ স্টার যুক্ত শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র এর দাম বেশি হয়ে থাকে। যত স্টার কম থাকবে ততই যন্ত্রটির দাম একটু কম হবে , কিন্তু এতে বিদ্যুৎ খরচ একটু বেশি হবে। বর্তমানে মার্কেটে চলে এসেছে Inverter technology যুক্ত AC Inverter AC গুলোর যেমন বিদ্যুৎ খরচ কম তেমনি কর্ম দক্ষতা অনেক বেশী হয় তাই এটি জনপ্রিয়।

    স্টার যুক্ত এসিকম পাওয়ার গ্রহন করে এবং বিদ্যুৎ কম খরচ হয়।

     স্টার যুক্ত এসিআরও কম পাওয়ার গ্রহন করে এবং বিদ্যুৎ আরও কম খরচ হয়।

     স্টার যুক্ত এসিসবচেয়ে কম পাওয়ার গ্রহন করে এবং বিদ্যুৎ সবচেয়ে কম খরচ হয়।

 

মনে করেন, আপনি টন AC লাগালেন চার স্টার যুক্ত তবে বিদ্যুৎ খরচ হবে আনুমানিক ঘন্টায়  1.172 unit, সে জায়গায় . টনের হলে  বিদ্যুৎ খরচ হবে আনুমানিক ঘন্টায় 1.5 unit. অর্থাৎ টনের ইনভারটার এসি চার স্টার ১৬-১৮ ঘন্টা চললে মাসে বিদ্যুৎ বিল আসবে ২০০০ - ৩০০০ টাকা (ভারতীয় টাকা) আবার . টনের ইনভারটার এসি চার স্টার ১৬-১৮ ঘন্টা চললে মাসে বিদ্যুৎ বিল আসবে ৩৫০০ থেকে ৫০০০ টাকা in summer| শীত কালে অবশ্যই কম আসবে। তবে বিল জয়গা ভিত্তিক আলাদা হবে। যেমন- আপনার বাসাটি শহর না গ্রাম, ইউনিট প্রতি মুল্য, কত সময় বিদ্যুৎ থাকে অথবা আপনি ইনভারটার ব্যবহার করেন কি না = এসব কিছুর উপর নির্ভর করবে

কোন রুম এসির জন্য উপযুক্ত

আপনি কেমন রুমে সি লাগাতে পারেনএমন প্রশ্ন অবশ্যই আসবে। কোন রুম সির জন্য উপযুক্ত হবে। সির জন্য চুতুরদিক বন্ধ রুম হতে হবে বাহিরের বাতাস যেন প্রবেশ করতে না পারে এমন রুম। এছাড়াও লক্ষ্য রাখতে হবে রুদ্রের তাপ বা সূর্যের কিরণ যাতে রুমে সহজে পড়তে না পারে ত্রান্সফারেন্ট ওয়াল বা গ্লাস যুক্ত জানালা হলে এসির সঠিক পারফরমেঞ্চ পাবেন না।

AC এর কয়েল ফিলটার

তামা বা কপারের কয়েল যুক্ত AC একটু দামী হলেও এটি তুলনা মুলক ভাবে অধিক long lasting হয়ে থাকে। ACতে থাকা ফিলটার বা Filtration System বায়ুকে পরিশোধিত করে এবং বায়ু হাল্কা নির্মল করে তুলে এতে বায়ুতে থাকা দুর্গন্ধ দূর হয় এবং জীবানু মুক্ত হয়।

Smart Ac- বর্তমান সময়ে Smart Ac বাজারে জনপ্রিয়। এইসব এসি ব্যবহারে সুযোগ সুবিধা অনেক বেশী হয়ে থাকে। যেমন এগুলোতে  ওয়াইফাই বা Alexa দ্বারা নিয়ন্ত্রিত করা যায়। তবে এসব সুবিধা যুক্ত মেশিন অনেক দামী ব্যায় বহুল হয়ে থাকে। এসব Smart Ac শুধুমাত্র ধনী ব্যাক্তিরা ব্যবহার করে থাকেন।

Solar AC (সোলার এসি ) আজকের দিনে আপনি সোলার এসি এর দিকে নজর দিতে পারেন। প্রতিটি পরিবার আজ বিদ্যুৎ বিল নিয়ে নাজেহাল। এরমধ্যে সি হলে তো আর বলে শেষ নেই। ভারতীয় বাজারে ৪৫০০০ টাকায় সোলার এসি পাওয়া যায়। সৌর চালিত AC এর জন্য কোন প্রকার বিদ্যুৎ খরচ হয় না। এই AC সৌর বিদ্যুতের উপর নিরভর তাই বাড়ীর ছাদে বা কোন ফাঁকা স্থানে ৩২০ ওয়াটের  সোলার প্যানেল বসাতে হয়। এই সোলার প্যানেল এর মাধ্যমে সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করে তা দিয়ে ব্যাটারি চার্জ করা হয় এবং এর মাধ্যমে এসি চলে। বর্তমানে সোলার এসি এর outdoor unit ভারতে তৈরি করা হলেও Indoor unit থাইল্যান্ড থেকে আনা হয়ে থাকে।

এসি কিভাবে চালালে বিদ্যুৎ খরচ কম হবেআপনার যদি আর্থিক প্রবলেম থাকে অথবা যদি চান বিদ্যুৎ খরচ কম হবে তবে একটি টিপস ভাবতে পারেন। আপনি Timer সেট করে নিতে পারবেন রাতে ঘুমিয়ে যাওয়ার পূর্বে Timer সেট করে নিলে নির্দিস্ট সময় পর এসি বন্ধ হয়ে যাবে , এবং রুম অবশ্যই ঠাণ্ডা থাকবে আর যখন ঘুমিয়ে পড়বেন তখন এত ঠাণ্ডার প্রয়োজন হয় না। এই টিপস মেনে চললে বিল অনেকটা কম করতে পারবেন।